Skype কেলেংকারী, যুদ্ধাপরাদীর বিচার ও বাংলাদেশের ভবিষ্যৎ

লিখেছেন লিখেছেন সমুদ্র সৈকত ০৩ জানুয়ারি, ২০১৩, ০৩:১৫:১২ দুপুর

কেলেংকারির পর মানুষ আশা করেছে এইবার বিচারের নামে নাটক বন্ধ হবে। বিচার হবে সচ্ছ ও আন্তর্জাতিক মানের। সারা দুনিয়া থেকে বিচারের সচ্ছতা নিশ্চিতের যে দাবী উঠেছে সে দাবীর বাস্তবায়ন আশা করেছে এবং অবিচারপতি নিজামের অসচ্ছ ও পক্ষপাতিত্ত্ব করে চলা বিচার বাদ দিয়ে পুনঃবিচার হবে। কিন্তু যদি পুনঃবিচার না করে "আমি দাঁড়িয়ে যাবো আপনি আমায় বসাইয়া দিবেন, লোকে দেখুক আমাদের মধ্যে কোন খাতির নাই" মার্কা বিচার চালিয়ে যাওয়া হয় তাহলে এই বিচার বাংলাদেশের মানুষ কতটুকু গ্রহন করবে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে এর গ্রহনযোগ্যতা কতুটুকু পাবে সেটা অবশ্যই ভাবতে হবে। তাছাড়া এই বিচারের নামে কোন জুলুম করলে দেশের কোন মঙ্গলতো হবেইনা বরং দেশে বিশ্‌ংখলা তৈরী হবে, আন্তর্জাতিক ভাবে চাপের কারনে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, দেশের ঐক্য বিনষ্টের জন্য স্বাধীনতার উপর হুমকী আসতে পারে। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে দেশের স্বাধিনতা হুমকিতে পড়ুক তা আমরা চাইতে পারিনা। জামাত ও বি এন পির এই কয়জন লোককে শাস্তি দিলে বাংলাদেশের কি লাভ হবে জানিনা, তবে এইটা বলতে পারি দেশের দীর্ঘমেয়াদি একটা ক্ষতি হবে এবং ক্ষমতার পরিবর্তনের ফলে শেখ হাসিনার বেয়াইর, আইন প্রতিমন্ত্রির, স্বরাস্ট্রমন্ত্রিরসহ অনেক কয়েকজনের পরিবারের সদস্যদের একই রকম বিচার শুরু হবে তখন আবার রাজনৈতিক বিশ্‌ংখলা দেখা দিবে। আমরা সাধারন জনগন কি শুধুই এবাবে পুড়তে থাকবো?

বিষয়: বিবিধ

১১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File